বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ওমর ফারুক, আলীরপাড়া এমইউ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় দিবসটির গুরুত্ব নিয়ে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী।