মেলান্দহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মেলান্দহে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি স্থানীয় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুথী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবীর হোসেন, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।