বকশীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নদী ভাঙনের কবলে পড়া অসহায় পরিবারদের মাঝে শুকনো খাবার প্যাকেজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।

৬ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের নেতৃত্বে নদী ভাঙনের কবলে পড়া ৩০টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার প্যাকেজ (১৪.৬ কেজি) বিতরণ করা হয় । ওই প্যাকেজে চাল, ডালসহ আট ধরনের খাদ্য পণ্য রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য প্যাকেটগুলো সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া, চর আইরমারী, তালতলা ও মদনের চর এলাকায় বিতরণ করা হয়।

বিতরণকালে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, ইউপি সদস্য আমেনা বেগম, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য মহিজল হক, ইউপি সদস্য আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে নদী ভাঙনের খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।