ইউক্রেনের ব্লাড ট্রান্সফিউশান সেন্টারে রুশ হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ব্লাড ট্রান্সফিউশান সেন্টারে হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ৫ আগস্ট এ কথা বলেন।

এতে হতাহতের খবর পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, রুশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরের কুপিয়ানস্ক শহরের এ বোমা হামলা চালানো হয়।

উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি এর আগে ইউক্রেনের অ্যারোনটিক্স গ্রুপ মোটর রিচে রুশ ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিলেন।

মোটর রিচ পশ্চিম ইউক্রেনের খমেলনিটস্কির কাছে অবস্থিত যা কিয়েভ থেকে তিনশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।