সানন্দবাড়ীতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু

জিও ব্যাগ ডাম্পিং কাজের শুভ উদ্বোধন করেন আবুল কালাম আজাদ এমপি। ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্রের ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করা হয়েছে।

৩১ জুলাই সকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মো. মেহেদী আজাদ, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রফিকুল ইসলাম, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সানন্দবাড়ী পশ্চিম পাড়া পাটাধোয়া পাড়া গ্রাম নদী ভাঙ্গন রক্ষার্থে ১৬০ মিটার এলাকায় ১৩ হাজার ২২০টি জিও ব্যাগ ডাম্পিং কাজ করা হবে।

sarkar furniture Ad
Green House Ad