সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ইমরান আহমেদের মতবিনিময়

নবাগত জেলা প্রশাসক ইমরান আহমেদকে শুভেচ্ছা জানান জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য ও জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। ২৫ জুলাই বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। যে আয়না কখনোই ভুল ছবি তুলে ধরে না। সাংবাদিকদের আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। সাংবাদিকরা সব সময় প্রশাসনের পরিপূরক। আমরা আপনাদের গেস্ট। আমাদের ভুল ত্রুটি রয়েছে বলেই আমরা মানুষ। কাজ করতে গিয়ে কোন ভুল চোখে পড়লে আপনারা তা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সংশোধন হওয়ার সুযোগ না দিয়ে আমাকে মিডিয়া ট্রায়ালে তুলবেন না। আমাকে আপনারা অফিসে, এমনকি ফোনে সব সময় কাছে পাবেন। স্বচ্ছতার সাথে এই জেলায় কাজ করতে চাই। আপনারা সাংবাদিকরাও স্বচ্ছতার সাথে কাজ করবেন। সবার উদ্দেশ্য যদি সংবাদ লেখাই হয়, তাহলে আপনারা সবাই এক হোন, ঐক্যবদ্ধ হোন। জামালপুর যেন মডেল জেলা হয়, আমি, আমরা, আপনারা সবাই মিলে সেটা নিয়েই কাজ করবো।

জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান অন্যান্য সাংবাদিকদের সাথে নিয়ে জেলা প্রশাসক ইমরান আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এছাড়াও জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার পক্ষ থেকেও জেলা প্রশাসক ইমরান আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।