সরিষাবাড়ীতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: যমুনা শাখা সূর্বণখালি নদীর ভাঙন কবল থেকে রক্ষার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১০ গ্রামের সহস্রাধিক গ্রামবাসী।

৪ জুলাই সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সূর্বণখালি নদীর পশ্চিম তীরে রগনাথপুর-পোগলদিঘা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে রগনাথপুর-পোগলদিঘা চরের কয়েকটি গ্রামের কয়েকটি হাজার নারী-পুরুষ ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে এলাকাবাসী জানান, বিগত ১৫ বছর ধরে যমুনা শাখা সূর্বণখালি নদীর ভাঙনে হাজার হাজার কৃষিজমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ইতিমধ্যে গ্রামবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে। তাও কোনো কাজে আসেনি। বর্তমানে আর ১০০ ফুট অতিক্রম করলে কয়েক হাজার বসতবাড়ি ভাঙনের কবলে পড়বে। আগামী বর্ষার আগে তাই অতিদ্রুত স্থানীয়ভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর।

মানববন্ধন বক্তব্য রাখেন, রগনাথপুর স্কুলের শিক্ষক শাজাহান, মোস্তাফিজুর রহমান লিচু, আব্দুল বাসেদ, আনিছুর রহমান, ফাতেমা বেগমসহ আরও অনেকেই।