সুইড বাংলাদেশ জামালপুর শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুইড বাংলাদেশ জামালপুর শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জাতীয় পর্যায়ের বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুইড বাংলাদেশ’ জামালপুর জেলা শাখার ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বিকালে শহরের চালাপাড়ায় সুইড ভবনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, আইনজীবী আমান উল্লাহ আকাশ, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, কাউন্সিলর ফজলুল হক আকন্দ, বিজু আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতানসহ সুইড জামালপুরের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন নির্বাহী সচিব অজয় কুমার পাল।

সাধারণ সভায় সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার পরিচালনার জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার নতুন কমিটিতে নব নির্বাচিত সভাপতি মির্জা আজম এমপি, সহ-সভাপতি মোহাম্মদ ছানোয়ার হোসেন, নির্বাহী সচিব অজয় কুমার পালসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।

আগামী ২ বছর মেয়াদী এই নতুন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

সাধারণ সভায় উপস্থিত অভিভাবক ও সদস্যরা হাততালি দিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান এবং সমর্থন করেন ।

সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন, বার্ষিক বাজেট পেশ করা হয়। এছাড়াও সাধারণ সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডার উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।