বশেফমুবিপ্রবির উপাচার্যসহ ১৪ শিক্ষক-গবেষককে সম্মাননা প্রদান

সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো.কামরুল আলম খান। ছবি: রকিব হাসান নয়ন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অ্যালপার ডজার (এডি) সায়েন্টফিক ইনডেক্স-২০২৩ এ স্থান পাওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষক-গবেষকদের সম্মাননা দেওয়া হয়েছে।

২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো.কামরুল আলম খানসহ ১৩ জন শিক্ষক/গবেষককে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

তালিকা অনুযায়ী সম্মাননাপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, প্রভাষক (পদার্থ বিদ্যা) সুজন কুমার মিত্র, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান, গণিত বিভগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পাল।

গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম, ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ শিক্ষকেরা।