মাদারগঞ্জে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। ২০ মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিসিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিসিল জানান, মাদারগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১২১টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ৩০টিসহ মোট ২০১টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর তৈরী করা করা হয়েছে। ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে সারাদেশে এক যুগে উদ্বোধন করবেন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।