জামালপুরে বাসা ফাউন্ডেশনের ‘ফিনিশ মন্ডিয়াল’ প্রকল্প অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে বাসা ফাউন্ডেশন কর্তৃক সেনিটেশন কার্যক্রম ‘ফিনিশ মন্ডিয়াল’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ দুপুরে জামালপুর পৌরসভার সেমিনার কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল ও পৌরসভার প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি।

বাসা ফাউন্ডেশনের ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অসীম চন্দ্র দাসের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহীনুর রহমান শাহীন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজু আহম্মেদ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব কবি রাজন্য রুহানি প্রমুখ।

সভায় বাসা ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুসরাত জাহান স্বর্ণা কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া অতিথিবৃন্দের উপস্থিতিতে সভায় প্রকল্পের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।