সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচন পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি।এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এসময় নির্বাচন পরিদর্শন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক সাজদা-ই-জান্নাত তনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মুস্তাফিজ এলিট, সাধারণ সম্পাদক মুনতাছির রহমান সাদাফ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানা যায়, ১২টি বুথে মোট ভোটার সংখ্যা ছিল ৭৪১ জন। আর প্রার্থী হয়েছেন ৬৮ জন। আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেল ছাড়াও আরও কয়েকটি প্যানেল এতে অংশ নেয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করেন ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।