বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১০ মার্চ বেলা ১১টায় উপজেলা প্রশাসন (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, পিআইও মো. মজনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ম-সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, পিআইও কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. বুলবুল, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।