জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য সামনে রেখে ১০ মার্চ জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।

সকাল ১০টায় জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, রেড ক্রিসেন্টের উপ-পরিচালক মো. হায়দর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম সার্বিক সহায়তা করে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় অন্যান্যের মাঝে অংশ নেন ব্র্যাক, রেড ক্রিসেন্ট, ইসলামিক রিলিফ, ইএসডিও, সুশিলনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নাগরিকদের স্মার্ট হতে হবে। যে কোন দুর্যোগে ক্ষতির মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হলে আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। নাগরিকদের সচেতনতা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে সহজ হয়। তিনি বলেন, আধুনিক তথ্য, প্রযুক্তির কল্যাণে আমরা সহজেই দুর্যোগের পূর্বাভাস আগে থেকেই পেয়ে যাই। ফলে প্রাণহানী থেকে শুরু করে ক্ষতির মাত্রা একেবারেই কম হয়।