দেওয়ানগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

দেওয়ানগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ প্রশাসন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। ৭ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলার মিলনায়তনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা প. প. ডা. আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান স্থানীয় এমপির প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, সাংবাদিক তারেক মাহামুদ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের-কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

অপরদিকে দিবটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। সকালে দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, সাবেক সহ-সভাপতি আব্দুল করিম আকন্দ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ মামুন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।