জামালপুরে শিক্ষকদের সাথে স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালপুরে শিক্ষকদের সাথে স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি দুপুরে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে এক সচেতনতা মুলক সভা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

জামালপুরে শিক্ষকদের সাথে স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে জেলা নাটাবের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক এস এম আসাদুল্লাহ, নাটাবের মাঠ কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

আলোচনায় সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয় চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মতভাবে খাদ্যাভ্যাস গড়ে তোলার সম্পর্কে শিক্ষকদের অবহিত করেন, এছাড়াও মূল আলোচনা শেষে উপস্থিত শিক্ষকদের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় বক্তারা বলেন, যক্ষ্মা নির্মূলে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা জানানো হয়।