মেলান্দহে শিক্ষক-কর্মচারিদের মাঝে অবসর ভাতা প্রদান

মেলান্দহে শিক্ষক-কর্মচারিদের মাঝে অবসর ভাতা প্রদান করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে শিক্ষক-কর্মচারিদের অবসর ভাতা প্রদান করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ১১টায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্ট এর কার্যালয়ে এসব ভাতা প্রদান করা হয়।

সভায় ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্টো, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি, শ্যামপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মাস্টার, রোকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সোবহান বিএসসি, খাসিমারা পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিয়াউল হক, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।

সভায় অবসরপ্রাপ্ত ১৭ জন শিক্ষক-কর্মচারিদের মাঝে সর্বমোট ৩৩ লাখ ৩২ হাজার ১৫০ টাকার চেক প্রদান করা হয়।

sarkar furniture Ad
Green House Ad