দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার নামে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহেদা সফির মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি-জামাত কোনভাবেই তা মেনে নিতে পারছে না। তাই তারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার নামে দেশে আবারো সন্ত্রাসীর রাজনীতি শুরু করার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত আবারও দেশে নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে। তাদর কাছে দেশের মানুষ নিরাপদ নয়। পদযাত্রার নামে এই সন্ত্রাসী দল বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা করে আহত করেছে। তাদের সকল অপকর্ম প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি। এ জেলার প্রতিটি মানুষকে আমরা নিরাপদে রাখবো।

মিছিল শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। ছবি : বাংলারচিঠিডটকম

বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সালেহ সফিক গেন্দা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সদস্য মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, নারায়ণ চন্দ পাল রানা, সরোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী প্রমুখ।

বিক্ষোভ মিছিলে জামালপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত ১৭টি সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।