ঠাকুরগাঁওয়ে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সম্প্রতি ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় প্রতিমা ভাঙচুরসহ সারাদেশে সাম্প্রদায়িক হুমকি, হামলা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার প্রতিবাদে জামালপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্লোগান রাখা হয় ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ১১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি এলকে পণ্ডিত।

ঠাকুরগাঁওয়ে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যনের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অজয় পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, অরুপ দত্ত, আইনজীবী বিপ্লব কুমার দে, বিদ্যুৎ কুমার, পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার সোম, বাংলাদেশ যুব ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বনিক।

বক্তারা ঠাকুরগাঁওয়ে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের সাথে যুক্ত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।