জামালপুর রিক্রিয়েশন ক্লাবের যাত্রা শুরু

ফিতা কেটে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড এর সফট ওপেনিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারি বিকেলে শহরের বাইপাস সড়কের (পলাশগড়) এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতিসংঘের বিশেষ দূত ও ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, হাজি দিদার পাশা, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জামালপুরবাসী সুস্থ বিনোদনের জন্য এখানে সকল প্রকার ইনডোর গেইম, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াক ওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজসহ ৩৮ প্রকার বিনোদনের সুবিধা থাকবে।

sarkar furniture Ad
Green House Ad