বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপিত

শিক্ষার্থীদের বই বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।

১ জানুয়ারি দুপুর ১২টায় বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, কলেজটির প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপাধ্যক্ষ কামারুজ্জামান হেলাল প্রমুখ।

বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অপরদিকে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।