ইসলামপুরে ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের বই বিতরণ উৎসব

ইসলামপুরে মসজিদভিত্তিক প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ১ জানুয়ারি সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন ইসলামপুর উপজেলার উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামপুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক আইনজীবী মো. আব্দুস সালাম, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মো. আব্দুল খালেক আখন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুর রাজজাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. মাজহারুল ইসলাম।

প্রধান অতিথি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের সকল মসজিদে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষা বছরের বই বিতরণ করেন।