বকশীগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বকশীগঞ্জে পিআইও কার্যালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ২৮ ডিসেম্বর দুপুরে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের (ইজিপিপি) মাটির ভরাট কাজ, নন ওয়েজ কস্ট এর কাজ, টিআর, কাবিখা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান।

বকশীগঞ্জে পিআইও কার্যালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

পরিদর্শনকালে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সদস্য গাজী মো. আমর আলীসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসব প্রকল্পের মাধ্যমে সাধুরপাড়া ইউনিয়নের নদী ভাঙা এলাকার মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব হবে। এতে করে গ্রামীণ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।