বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মরদেহ দেখতে নিহত মুরছালিনদের বাড়িতে ভিড় করে গ্রামবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মুরছালিন হোসাইন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

১১ ডিসেম্বর বেলা ১২টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরছালিন হোসাইন মেরুরচর ইউনিয়নের নতুন আইরমারী গ্রামের এমাজল হকের ছেলে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, শিশু মুরছালিন হোসাইন অন্যান্য শিশুদের নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দেওয়ানগঞ্জগামী দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত মুরছালিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারের স্বজন ও এলকাবাসীর মাঝে মাঝে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেখতে মুরছালিনদের বাড়িতে বহু মানুষ ভিড় করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বাংলারচিঠিডটকমকে জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।