মাদারগঞ্জে চাচার হামলায় ভাতিজার মৃত্যু

জাহিদুল শেখ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা, চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর রাত ১০টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল শেখ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা গ্রামের আলাল শেখের ছেলে। ওই ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক ।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আপন চাচা আনছার শেখের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ নভেম্বর দুপুরে ভুট্টা খেতে সেচ দিতে গেলে পূর্ব বিরোধের জের ধরে আনছার শেখ নেতৃত্বে তার ছেলেরা জাহিদুলকে পিটিয়ে গুরুতর আহত করে ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের অবস্থার অবনতি হলে উন্নতচিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। সেখানেই সে মারা যায়।

মাদারগঞ্জ মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, মামলা হলেই আসামিদের গ্রেপ্তার করা হবে।