চার হাজার রান করা প্রথম ব্যাটার কোহলি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে চার হাজার রান করা প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

১০ নভেম্বর অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০ বলে ৫০ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৪ রানের নজির গড়লেন কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে কোহলির টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিলো- ১১৪ ম্যাচের ১০৬ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৫৮ রান। চার হাজার রানের মালিক হতে ৪২ রান দরকার ছিলো কোহলির।

ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসে ১৫তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে টি-টোয়েন্টিতে চার হাজার রান পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত ৪টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন কোহলি। ১০৭ ইনিংসে ৪০০৮ রান নিয়ে এখন সবার উপরে কোহলি।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে ৩৮৫৩ রান আছে রোহিতের।

১১৮ ইনিংসে ৩৫৩১ রান করে তালিকার তৃতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৩৩২৩ ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংয়ের ৩১৮১ রান নিয়ে পরের দু’টিস্থানে আছেন।