দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৯ নভেম্বর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মেলায় স্টল পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মো. আবদুল আলীম। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা পরিষদ মাঠ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল আলীম, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু প্রমুখ।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন, ইউনিয়ন পরিষদ, বিদ্যুৎ বিভাগ, ব্যাংক-বীমাসহ অন্যান্য সেক্টরের বিভিন্ন স্টল মেলায় অংশগ্রহণ করে।

এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্টল পরির্দশন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।