মেলান্দহে চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের গল্প ও কুইজ প্রতিযোগিতা

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের গল্প বলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সৈয়দ হারুন অর রশীদ। অনুষ্ঠান গ্রন্থণা ও পরিচালনা করেন – জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুইটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে মোট ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়।