দেওয়ানগঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হাতীভাঙ্গা ইউনিয়নের আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, প্রধান শিক্ষক হাফিজুর রহমান ও তার শ্বশুর তাজুল ইসলাম চৌধুরীকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে ৮-১০ বছর ধরে দায়িত্ব দিয়ে কমিটি করে। ৩-৪ বার অ্যাডহক কমিটি করে শ্বশুরকে সভাপতি বানানো হয়। স্কুলের জমিতে ৯টি দোকান ঘর তুলে নিজেরা ভাড়া নিচ্ছে। স্কুলের একটি বড় ঘর ভেঙে সভাপতি তার নিজের বাড়িতে ঘর নির্মাণ করেছেন। স্কুল চত্বরে মূল্যবান ১৬টি কাঠের গাছ বিক্রি করেছেন।

স্কুলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান আবু তাহের সরকার, সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার, আমিরুল হক জানান, বিদ্যালয়টির ঐতিহ্য রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সভাপতি মিলে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করছে। এ কারণে সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, সভাপতি ও আমাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।