জামালপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সম্প্রীতি সমাবেশের মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সব ধর্ম বর্ণের মানুষ যাতে সমাজে একসঙ্গে মিলে মিশে বসবাস করতে পারে সেই লক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জামালপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষদের এক হয়ে কাজ করার পাশাপাশি মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করে আধুনিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।