বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে চিকিৎসক, নার্স, মিডওয়াইফার ও সকল কর্মকর্তা-কর্মচারী একযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম ভবন, দ্বিতীয় ভবন ও কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ সমুন্নত রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের রোগীরা পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন। ভর্তিরত রোগী ও জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অন্যান্য দিনের চেয়ে আজকের পরিবেশটি ছিল খুবই চমৎকার। তারা প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, হাসপাতালের ভেতরে প্রতিদিনই পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি প্রতি শনিবার পুরো কম্পাউন্ডে এই অভিযান পরিচালিত হবে।