শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন।।

শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বিজয় নগরের থ্রি স্টার হোটেল অরনেটের জিনিয়া হলে বিশ্ব শান্তি দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি নির্ভীক সাংবাদিক জাহিদুর রহমান উজ্জলকে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিওকুরি পদক পাওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। একমাত্র তাঁর আদর্শই আমাদের শান্তির পথ দেখাতে পারে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ। শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান, ডা. সামিনা আরিফ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চুন্নু এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি।

শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন ঈশার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মাদারগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহিদুর রহমান উজ্জলের হাতে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানের প্রারম্ভে তার গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, অনুষ্ঠানে তৃনমূলে শিক্ষকতা, সাংবাদিকতা, সমাজসেবা ও উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ৪৫ গুণীজনকে এ সংবর্ধনা দেওয়া হয়।