জামালপুরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর উপর প্রশিক্ষণ

জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) এর আলোকে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার জামালপুর সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রশিক্ষণে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা কৃণি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান প্রমুখ। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের জাামলপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

জামালপুরে শরিফপুর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ওরিয়েন্টেশনে উপস্থিত সদস্যদের একাংশ।ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে এসওডির বিভিন্ন অনুচ্ছেদসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব, কর্তব্য এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যগণ এসওডি অনুযায়ী দায়িত্ব পালন করার আশ্বাস দেন।
উল্লেখ দুর্যোগ ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সহযোগিতায় ছিলো উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

একইদিন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে উল্লেখিত বিষয়ের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউপি সচিব, ইউপি সদস্যসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।