জামালপুর হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে সেমিনার

জামালপুর হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে গঠিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে সমস্যা সমাধান ও ভাবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক সেমিনার জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়।

১৫ জুন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম মিজানুর রহমান, হাসপাতালের সিনিয়র চিকিৎসক তারিক মেহের, রোগী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য মীর আনছার আলী, শামীমা খান, সিদ্দিকুর রহমান, রিপন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা তমিজুল হোসেন।

সভায় আজীবন সদস্য বৃদ্ধি করা, তহবিল সংগ্রহ অভিযান পরিচালনা করা, রোগী কল্যাণ সমিতির সদস্যদের সমন্বয়ে মাঝে মধ্যে হাসপাতাল কার্যক্রম পর্যবেক্ষণ করা, দরিদ্র রোগীদের সেবার সংখ্যা বৃদ্ধি করা, রাত্রিকালিন সেবা কার্যক্রম পরিচালনা করা, সদস্যদের কার্যকর ভূমিকা পালন করা, কমিটির সভা নিয়মিত করাসহ হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে উপস্থিত সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।