জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাউটার বিতরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে রাউটার তুলে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপনে রাউটার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ জুন দুপুরে উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিস জামালপুর সদরের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপনের রাউটার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চোয়াম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও আক্তারুজ্জামান বেলালসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে জামালপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকদের কাছে ওয়াই-ফাই ব্যবস্থার জন্য রাউটার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার মান উন্নয়ন কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষাখাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছেন।