জামালপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা হাকিম শ্রাবস্তী রায়ের মতবিনিময় সভা ২ জুন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি ইকরামুল হক নবীন, বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল করিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি এলকে পন্ডিত, জেলা ব্র্যাক প্রতিনিধি মনির হোসেন খান, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস প্রমুখ।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় উপস্থিত নেতৃবৃন্দের সমস্যা ও সম্ভাবনাময় বিষয়ের বক্তব্যের প্রেক্ষিতে দৃঢ়তার সাথে বলেন, আমাকে কিছুটা সময় দিতে হবে। সকলের সহযোগিতায় উন্নয়ন প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে অভীষ্ঠ লক্ষ্যে আমরা পৌছতে সক্ষম হবো।