ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে ধর্ম প্রতিমন্ত্রীর বাঁশ পাইলিং উদ্বোধন

ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে বাঁশ পাইলিং উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর, গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর ও চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষ্মীপুর ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে বাঁশ পাইলিংয়ের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।

৭ মে দিনব্যাপী তিনটি স্থানে বাঁশের পাইলিংয় উদ্বোধন করেন। চন্দনপুর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকাবাসীকে চাঁদা ও স্বেচ্ছাশ্রম দিয়ে কাজের সহায়তায় করায় প্রশংসা করেন। তিনি দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে জনগণের মধ্যে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু.তানভীর হাসান রুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।