ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের জন্যই দেশে মানুষের খাবারের কোন অভাব নেই। মানুষ যাতে খাবারের জন্য কোন কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণসহ চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রতিমন্ত্রী ২৯ এপ্রিল জামালপুরের ইসলামপুর পৌরসভা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামপুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল কাদের শেখসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যক্রমের আওতায় পৌরসভার ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।