রাশিয়ার তামা খনিতে বিস্ফোরণে নিহত ৩

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার অরেনবার্গ অঞ্চলের গিইস্কে আকরিক খনিতে এক বিস্ফোরণে তিন খনি শ্রমিক নিহত হয়েছে। ২৩ এপ্রিল অরেনবার্গ অঞ্চলের প্রসিকিউটর দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জানা গেছে, বিস্ফোরণের পর খনিটি থেকে ৮৮ জনকে উদ্ধার করা হয়েছে।

উরাল মাইনিং এন্ড ম্যাটালারজিকাল কোম্পানির মালিকানাধীন গিইস্কে তামা ও জিঙ্ক খনি এবং মিল কমপ্লেক্সটি রাশিয়ার সবচেয়ে বৃহৎ তামা খনিগুলোর অন্যতম।

খনিটির অবস্থান রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণ প্রান্তে কাজাখস্তান সীমান্তের কাছে।