
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আইনজীবী মো. আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নওশের আলী, সহ-সভাপতি আমিনুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক শামীম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সুমন হাজারী, কার্যকরি সদস্য অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান, জিয়া পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মাস্টার, শহর শাখার সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানটির আপ্যায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক ইউসুফ, রোকনসহ আরও অনেকে।
 
																			 
																		 
										 বাংলার চিঠি ডেস্ক :
																বাংলার চিঠি ডেস্ক :								 









