বকশীগঞ্জে রোগ প্রতিরোধ ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে রোগ প্রতিরোধ ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রোগ প্রতিরোধ ও করণীয় বিষয়ক কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ৩০ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন প্রমোশন, স্বাস্থ্য ব্যুরোর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়ন জামালপুর সিভিল সার্জনের কার্যালয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় এসময় জামালপুরের সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাস, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকেএইচ মুনিম, জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী সহ সাংবাদিক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসার, হৃদরোগ, স্বাস্থ্য সম্মত খাদ্যাভ্যাস, বিপদজনক খাবার, শারীরিক পরিশ্রমের উপকারিতা, শারীরিক পরিশ্রম করা বিষয়ে আলোচনা করা হয়।