পাররামরামপুর ইউপি নির্বাচনে নৌকাকে হারিয়ে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী সেলিম

স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়ার হাতে ফলাফল হস্তান্তর করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থী নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম মিয়া (জে কে) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

৩১ মার্চ দেওয়ানগঞ্জের ওই ইউনিয়নে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

১৫টি ভোট কেন্দ্রের ৯১টি বুথের মাধ্যমে ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে ৬ জন ম্যাজিস্ট্রেট, ২৫৫ জন পুলিশসহ, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে।

এছাড়াও ১৩ জন নির্বাচন কমিশনারের নিজস্ব কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণ করেন।

গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশে তা স্থগিত করা হয়েছিল।