দেওয়ানগঞ্জে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

দেওয়ানগঞ্জে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ সকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের মানুষেদের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়। তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার করে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ভর্তুকি মূল্য ৪৬০ টাকা (প্যাকেজ) দরে ক্রয় করতে পাবেন। উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে বলে জানান ইউএনও কামরুন্নাহার শেফা।

পাররামরামপুর টিসিবির পণ্য বিক্রির পর ক্রেতার হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান সোহেল রানা। ছবি: বাংলারচিঠিডটকম

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অহন্না জিন্নাত, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপির প্রতিনিধি মোক্তাদির বিল্লাহ সিপন, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সুধীমহল উপস্থিত ছিলেন।

উপজেলায় নিয়োগ প্রাপ্ত ২ জন ডিলারের মাধ্যমে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভাসহ ২৯ হাজার ৮৬৭ জন কার্ডধারীদের মাঝে মেসার্স জিদনী এন্টারপ্রাইজ ও মেসার্স রেজা স্টোরের মাধ্যমের বিতরণ শুরু হয়েছে।