ইসলামপুরে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালনে কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

২০ মার্চ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটার মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়। বিকালে উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে দোয়া করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু, যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম ঘুনু, ফেরদৌসুর রহমান সরকার, শাহাব উদ্দিন, মমতাজুর রহমান ফকির, এইচ এম শাহা আলী, সদস্য রোকনুজ্জামান সবুজ, আলামিন মাষ্টার, জুলফিকার আলী ভুট্টো, পৌর জাতীয় যুগ্মআহ্বায়ক খোরশেদ আলম, জাতীয় যুব সংহতির আহ্বায়ক জহুরুল মন্ডল, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জুয়েল সরকার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়ালের চর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোতা ফারাজী, সাধারণ সম্পাদক আবুল কালাম, ইসলামপুর সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ আলম উজ্জল, কুলকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য খোকন মিয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।