ইসলামপুরে জেলা পরিষদ ডাকবাংলো উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুরে জেলা পরিষদ ডাকবাংলো উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে তিনতলা বিশিষ্ট নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ৩ ফেব্রুয়ারি বিকেলে এর উদ্ধোধন করা হয়।

জেলা পরিষদের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ ডাকবাংলো নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়নের ধারা অব্যহত রেখে আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে রাখতে সকলের সহযোগীতা কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বক্তব্য রাখেন।

এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সালেহ গেন্দা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল, ভারপ্রাপ্ত ইউএনও রোকনুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, ফরিদ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।