যুক্তরাষ্ট্র ইউক্রেন প্রশ্নে রাশিয়ার জন্য ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ’ ঘোষণা করেছে : ব্লিনকেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন ২৬ জানুয়ারি বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত সমাধানের ব্যাপারে ওয়াশিংটন একটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ’ ঘোষণা করেছে। রুশ সরকারকে দেয়া একটি চিঠিতে তারা একথা জানিয়ে দেন। খবর এএফপি’র।

মস্কোর কাছে এ চিঠি দেয়ার পর ব্লিনকেন বলেন, ‘আমরা ওই চিঠিতে মূল নীতিগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখ-তাসহ বিভিন্ন রাষ্ট্রের তাদের নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা এবং জোট পছন্দের অধিকার রক্ষা ও সমুন্নত রাখার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্লিনকেন বলেন, রাশিয়াকে দেয়া চিঠিতে স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে যে কিয়েভ তাদের নিজস্ব মিত্রদের বেছে নিতে পারে। এছাড়া চিঠিতে ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এমন প্রতিশ্রুতি দেয়ার জন্য মস্কোর দাবি প্রত্যাখান করা হয়েছে।

ব্লিনকেন আরো বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের ব্যাপারে মস্কোর প্রতিক্রিয়া জানতে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে কথা বলবেন।