দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৪, শনাক্ত ১০ হাজার ৯০৬ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। এই সময়ে মারা গেছেন ১৪ জন। এদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৮ জন।

গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ২৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশ।

২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ১৪ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২২৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। গতকাল ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৯ হাজার ৬১৪ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৮১ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৫৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ২৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।