জামালপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নে একটি মৎস্যখামারের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ১১ জানুয়ারি দুপুরে ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি সকালে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনয়নের সরদারপাড়া গ্রামে স্থানীয় বাবুলের মাছের খামারের পুকুরে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। সালোয়ার-কামিজ পরা ওই নারীর সুরতহালে গলাকাটা রক্তাক্ত ক্ষত ছাড়া আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, স্থানীয়রা ওই নারীকে শনাক্ত করতে পারেনি। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।