শেরপুরে এক আইনজীবীর বিরুদ্ধে বিস্তর আভিযোগ এনে সংবাদ সম্মেলন

শেরপুরে এক আইনজীবীর বিরুদ্ধে বিস্তর আভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুর জেলা বারের এক আইনজীবীর বিরুদ্ধে জমি বেদখল, মারধর, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনেছে ভুক্তভোগী অসহায় এক পরিবার। ১৫ নভেম্বর দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই ভুক্তভোগী পরিবারের পক্ষে সবিস্তার অভিযোগ উপস্থাপন করেন মোহাম্মদ আল আমীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমীন জানান, তার ওয়ারিশী সূত্রে প্রাপ্ত সম্পত্তি দখল এবং বৃদ্ধ মা-বাবাসহ স্ত্রী-ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে জেলা শহরের বাগরাকসা এলাকার আইনজীবী শাহ্নুর রহমান রুবেল। শুধু তাই না এ ঘটনার আইনি সহায়তা পেতেও পদে পদে বাধা দিচ্ছেন ওই আইনজীবী।

এছাড়া রুবেল নিজে আইনজীবী হওয়ায় জেলা বারের কোন সদস্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাচ্ছে না বলেও তার অভিযোগ।

এ বিষয়ে সুরহা চেয়ে তারা একাধিকবার জেলা বার সমিতি, ঢাকা বার কাউন্সিলসহ বিভিন্ন দপ্তরে গিয়েও সুফল পাননি।