নকলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ

নকলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও প্রদর্শনী সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, মাহামুদুল হক মুসা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলা ২২ জন সরিষার তেল উৎপাদনকারী কৃষকের একক প্রদর্শনী সাইনবোর্ড ও কীটনাশক দমনের জন্য ২২টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।